শিরোনাম
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলী।
বিস্তারিত
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংক্রান্ত নির্দেশনাবলী
জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য services. nidw. gov .bd ওয়েব সাইট থেকে নতুন নিবন্ধনের আবেদন পূর্বক আবেদনের কপি সহ প্রয়োজনীয় কাগজপত্র অফিসে জমা প্রদান করতে হবে।
- জন্ম তারিখ ০১.০১.২০০6 বা তার পূর্বে হলে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আবেদন করা যাবে।
- নিবন্ধন ফরমের ৩৪ নম্বরে শনাক্তকারী হিসেবে আবেদনকারীর পিতা-মাতা/স্বামী-স্ত্রী/ভাই-বোন যে কোন একজনের এনআইডি নম্বর ও ৩৫ নম্বরে সংশ্লিষ্ট ব্যক্তির স্বাক্ষর দিতে হবে।
- নিবন্ধন ফরমের ৪০, ৪১ ও ৪২ নম্বরে যাচাইকারী হিসেবে পৌরসভার ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌর মেয়র/ সংরক্ষিত কাউন্সিলর/ সাধারণ কাউন্সিলর এবং ইউনিয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান/ সংরক্ষিত সদস্য/ সাধারণ সদস্যের নাম, এনআইডি নম্বর ও স্পষ্ট সীলসহ স্বাক্ষর থাকতে হবে।
- জন্ম তারিখ ০১.০১.২০০6 এর পূর্বে হলে নিবন্ধন ফরমের ৩২ নম্বরে সন্তোষজনক বাদ পড়ার কারণ উল্লেখ করতে হবে।
- Afis করতে হবে।(প্রযোজ্য ক্ষেত্রে)
প্রয়োজনীয় দলিলাদি
- এস.এস.সি/জে.এস.সি/পি.এস.সি এর সনদপত্র। (অনলাইন মার্কশীট গ্রহণযোগ্য নয়)
- ছবিযুক্ত রেজিস্ট্রেশন কার্ড
- স্টুডেন্ট আইডি (প্রযোজ্য ক্ষেত্রে)
- শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণীর নীচে হলে সংশ্লিষ্ট শ্রেণীর প্রত্যয়ন।
- ডিজিটাল জন্ম সনদ। (অনলাইন হতে ডাউনলোড গ্রহণযোগ্য নয়)
- নাগরিকত্ব সনদ। (মূলকপি)
- সংশ্লিষ্ট ঠিকানায় ভোটার করা যেতে পারে মর্মে পৌর মেয়র/ইউপি চেয়ারম্যানের সুপারিশসহ প্রত্যয়ন। (বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম উল্লেখপূর্বক) (মূলকপি)
- পিতা-মাতা ও স্বামী-স্ত্রীর (বিবাহিতদের ক্ষেত্রে) এনআইডি এর কপি।
- বিবাহের কাবিননামা। (প্রযোজ্য ক্ষেত্রে)
- বিদ্যুৎ/ পৌর কর / চৌকিদারী ট্যাক্স/ পানির বিলের কপি। (অবশ্যই পরিবারের সদস্যের নামীয়)। জমির দলিল/পর্চা। (প্রযোজ্য ক্ষেত্রে)।
- রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট এর কপি।
- পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর কপি। (যদি থাকে)
প্রবাসীদের ক্ষেত্রে (অতিরিক্ত সংযুক্ত করতে হবে)
- পাসপোর্টের কপি।
- দেশে প্রবেশের টিকেটের কপি/পাসপোর্টে উল্লিখিত সংশ্লিষ্ট প্রমাণক।
- দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত দ্বৈত নাগরিকত্ব সনদ প্রদান করতে হবে। (নির্ধারিত দেশসমূহের জন্য)
- বিঃ দ্রঃ
- জন্মসনদ, এসএসসি/ জেএসসি/ পিএসসি সনদ ও আবেদন ফরমের তথ্যাবলী একই হতে হবে।
- নিবন্ধনের সময় অবশ্যই সকল দলিলাদির মূলকপি প্রদর্শন করতে হবে।